ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

এসএসসি পরীক্ষা নিয়ে তথ্য-অভিযোগ-পরামর্শ দেওয়া যাবে কন্ট্রোল রুমে

২০২৫ এপ্রিল ১০ ১৮:৪৮:৫৭
এসএসসি পরীক্ষা নিয়ে তথ্য-অভিযোগ-পরামর্শ দেওয়া যাবে কন্ট্রোল রুমে

ডুয়া নিউজ: ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু এবং সঠিকভাবে সম্পন্ন করতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরীক্ষার যেকোনো তথ্য, অভিযোগ বা পরামর্শ জানাতে যে কেউ এই কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে কন্ট্রোল রুম কাজ শুরু করেছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের জন্য নিম্নলিখিত ফোন নম্বর, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা প্রদান করা হয়েছে:

ফোন নম্বর: ০২-২২৩৩৬৯৮১৫মোবাইল নম্বর: ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২ই-মেইল: [email protected]

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষার জন্য ২ হাজার ২৯১টি কেন্দ্র এবং ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। যার মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। মাদরাসা বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি এবং প্রতিষ্ঠানসংখ্যা ৯ হাজার ৬৩টি।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। যার মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে