ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের

২০২৫ এপ্রিল ১০ ১৭:১৩:৩৮
জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের

ডুয়া নিউজ: নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি আর শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানের ঝলমলে ইনিংসের পর বল হাতে ঘূর্ণির জাদু দেখালেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। দুজনই পেয়েছেন পাঁচটি করে উইকেট। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৭২ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে থাইল্যান্ড নারী দল গুটিয়ে গেছে মাত্র ৯৩ রানেই। ১৭৮ রানের বিশাল জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল টাইগ্রেসরা।

এটি বাংলাদেশের মেয়েদের ওয়ানডেতে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানে জয় পেয়েছিল তারা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় থাইল্যান্ড। টাইগ্রেসদের শুরুটা ভালো না হলেও, দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিতে দল গড়ে তোলে শক্ত ভিত। ফারজানা হক ৫৩ রান করে আউট হওয়ার পর শারমিন ও জ্যোতির ব্যাটে আসে ১৫২ রানের দুর্দান্ত জুটি, যা ওয়ানডেতে বাংলাদেশের নারীদের তৃতীয় উইকেটে সর্বোচ্চ।

৫৩ ম্যাচ পর ওয়ানডে সেঞ্চুরির স্বাদ পেলেন অধিনায়ক জ্যোতি। ৭৮ বলে ১৫ চার ও ১ ছক্কায় গড়া তার ১০১ রানের ইনিংসটি টাইগ্রেসদের দ্রুততম শতকের রেকর্ড। অন্যদিকে শারমিন ছিলেন অপরাজিত ৯৪ রানে।

জবাবে ব্যাট করতে নেমে থাইল্যান্ডের শুরুটা খুব একটা খারাপ না হলেও ফাহিমা খাতুনের স্পিন আঘাতে ধসে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। পরে জান্নাতুল একাই শেষ করে দেন বাকিটা। থাইল্যান্ডের ইনিংস থামে ২৮.৫ ওভারে ৯৩ রানে।

আগামী ১৩ এপ্রিল নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে