ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র-সৌদি দূতাবাসে জবি শিক্ষক-শিক্ষার্থীদের স্মারকলিপি

২০২৫ এপ্রিল ১০ ১৬:১০:০৩
ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র-সৌদি দূতাবাসে জবি শিক্ষক-শিক্ষার্থীদের স্মারকলিপি

ডুয়া নিউজ: ফিলিস্তিনের অধিকৃত গাজায় ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধ বন্ধের সমর্থনে যুক্তরাষ্ট্র, সৌদি দূতাবাস ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি শেষ করে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইনের নেতৃত্বে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

এ সময় ড. বিলাল হোসেন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী প্রতিনিধিগণ গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক গণহত্যা বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ চারটি দাবি দিয়ে আমরা যুক্তরাষ্ট্র এবং সৌদি দূতাবাসে স্মারকলিপি দিয়েছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশি পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল পুনঃপ্রতিষ্ঠাসহ সাতটি দাবি সম্বলিত একটি স্মারকলিপি আমরা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর জমা দিয়েছি। আশা করি বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রদেয় স্মারকলিপির দাবিগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ সময় জবি শিক্ষকসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে