ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

শেয়ারবাজার: সূচক নামাতে চেয়েছে ৫ কোম্পানির শেয়ার

২০২৫ এপ্রিল ১০ ১৬:০৬:৪২
শেয়ারবাজার: সূচক নামাতে চেয়েছে ৫ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়েছে। শরীয়াহ সূচক ডিএসইএস বেড়েছে আজ ৩ দশমিক ২৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ৯০ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে জানা যায়, সূচকের এমন উথ্থানের দিনেও সূচক নামাতে চেয়েছে ৫টি কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর কারণে আজ ডিএসইর সূচক কমেছে ৫ দশমিক ৪২ পয়েন্ট।

কোম্পানিগুলো হলো-ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড। লঙ্কাবাংলা ফিনান্সিয়াল অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

বিশেষ করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারদরের পতনের কারণে সূচকে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে। কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৫০ পয়সা কমে যাওয়ার ফলে ডিএসইর সূচক প্রায় ১ দশমিক ৭৬ পয়েন্ট নিচে নেমেছে।

এছাড়া, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর শেয়ার দর কমার কারণে ১ দশমিক ৩৭ পয়েন্ট, ইসলামী ব্যাংকের শেয়ারদর কমার ফলে ১ দশমিক ১৯ পয়েন্ট, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক ১ দশমিক ০২ পয়েন্ট এবং ন্যাশনাল ব্যাংকের শেয়ার দরের পতনে ১ পয়েন্ট সূচকে কমে গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে