ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

শেয়ারবাজারে উর্ধ্বমুখী প্রবণতা, গতি ফিরেছে বাজারে

২০২৫ এপ্রিল ১০ ১৫:২৬:১৪
শেয়ারবাজারে উর্ধ্বমুখী প্রবণতা, গতি ফিরেছে বাজারে

ডুয়া ডেস্ক : আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শেয়ারবাজারে উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আগের কর্মদিবসের মতোই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজও ইতিবাচক ধারায় লেনদেন সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে সব সূচকই বৃদ্ধি পেয়েছে। ডিএসইর প্রধান সূচক ৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৫ দশমিক ২৩ পয়েন্টে পৌঁছেছে। আগের কর্মদিবসে প্রধান সূচক বেড়েছিল ১০ দশমিক ২১ পয়েন্ট। এদিন লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে, যেখানে ৫৪০ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত দিনের ৫২৭ কোটি ১৮ লাখ টাকার তুলনায় কিছুটা বেশি।

তবে, আজও ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। আজ মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৯টির শেয়ার মূল্য বেড়েছে, ১৬৮টির কমেছে এবং ৭৮টির দর অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৯ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছিল। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ১০৮ দশমিক ৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৩ দশমিক ০৫ পয়েন্ট।

বিশেষজ্ঞরা মনে করছেন, শেয়ারবাজারের অগ্রগতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার প্রভাব রয়েছে। যার ফলে আন্তর্জাতিক শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এই ধারা বাংলাদেশের শেয়ারবাজারেও প্রতিফলিত হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে