ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড

২০২৫ এপ্রিল ১০ ১৪:৫৯:১০
জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড

ডুয়া ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। সেখানে জায়গা করে নিতে পাকিস্তানের লাহোরে শুরু হয়েছে বিশ্বকাপ বাছাই পর্ব। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে আজ মাঠে নামে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ থাইল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরির সুবাদে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে বাংলাদেশ—৫০ ওভারে ৩ উইকেটে তোলে ২৭১ রান।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে ফিরে যান ওপেনার ইশমা তানজিম। এরপর ফারজানা হকের সঙ্গে ১০৪ রানের দুর্দান্ত জুটি গড়েন শারমিন আক্তার। ফারজানা আউট হন ৫৩ রানে ৮২ বলে ৪টি বাউন্ডারি হাঁকিয়ে।

এরপর ব্যাট হাতে দৃঢ়তা দেখান অধিনায়ক জ্যোতি ও শারমিন। দুজন মিলে গড়েন আরও একটি বড় জুটি—১৫২ রানের। শারমিন অপরাজিত থাকেন ৯৪ রানে, অন্যদিকে ৮০ বল মোকাবিলায় ১৫টি চার ও একটি ছক্কায় ১০১ রান করে থামেন জ্যোতি। এই ইনিংসের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে জ্যোতির প্রথম সেঞ্চুরি পূর্ণ হয় এবং বাংলাদেশ গড়ে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর।

থাইল্যান্ডের পক্ষে মায়া, পুত্তাংয়ু ও কামছম্পু একটি করে উইকেট নেন।

ওয়ানডে ফরম্যাটে এই প্রথমবার থাইল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আগে সাতবার মুখোমুখি হয়ে সব ম্যাচেই জয় পেয়েছে লাল-সবুজরা। সেই জয়রথ অব্যাহত রেখে বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করাই এখন নিগারদের লক্ষ্য।

বাংলাদেশ একাদশ : ইশমা তানজিম, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মুস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, মারুফা আক্তার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে