ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

রোববার তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা

২০২৫ এপ্রিল ১০ ১৪:৩৮:৫২
রোববার তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা

ডুয়া ডেস্ক : আসন্ন চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশের অন্যান্য জেলাগুলোতে চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগণের জন্য ঐচ্ছিক ছুটি থাকবে।

১৩ এপ্রিল, রোববার, এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ফলে পার্বত্য তিন জেলার মানুষ টানা চার দিনের ছুটি উপভোগ করবে।

গত ২৭ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, ছুটিকালীন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক নির্দেশনায় জানিয়েছে, দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে