ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না : বাণিজ্য উপদেষ্টা

২০২৫ এপ্রিল ১০ ১৩:৩৯:৪৮
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না : বাণিজ্য উপদেষ্টা

ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ভারত কর্তৃক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে দেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, "ভারত যখন এই সুবিধা বাতিল করেছে তখন সরকার নিজস্ব ব্যবস্থাপনায় তৃতীয় দেশগুলোর সঙ্গে রপ্তানির সক্ষমতা অর্জনের পরিকল্পনা নিয়েছে।"

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, "হঠাৎ করে ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও এতে সমস্যা হবে না। আমরা সংকট কাটাতে নিজেদের ব্যবস্থাপনা শক্তিশালী করব এবং বাণিজ্যিক সক্ষমতা বাড়াব।"

শেখ বশিরউদ্দীন আরও জানান, "রপ্তানি ও যোগাযোগে কোনো ঘাটতি যাতে না হয় সেজন্য সক্ষমতা বৃদ্ধির চেষ্টা চলবে। বাণিজ্যকে আরো অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিযোগিতামূলক করার বিষয়ে কাজ করা হবে। আমরা অবশ্যই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। ভারতীয় তিনটি পোর্ট ব্যবহার করে ৪০-৫০ হাজার মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট হত। তবে সরকার এখন অন্য উপায়ে এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবে এবং তা সফল হবে। শিগগিরই আমরা এই প্রভাব কাটিয়ে উঠব।"

আমেরিকার নতুন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত করার বিষয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, "এটি আমাদের জন্য তাৎক্ষণিক সুরক্ষা প্রদান করবে। এই স্থগিতাদেশের ফলে আরও আলোচনার সুযোগ পাব এবং বাণিজ্যঘাটতি কমাতে নানা পদক্ষেপ নিতে পারব।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে