ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রেকর্ড গড়ে বিশ্বসেরা বিমানবন্দর ‘চাঙ্গি’

২০২৫ এপ্রিল ১০ ১২:৫৬:৪৯
রেকর্ড গড়ে বিশ্বসেরা বিমানবন্দর ‘চাঙ্গি’

ডুয়া ডেস্ক: সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর ২০২৫ সালে লন্ডন-ভিত্তিক বিমান পরিবহন পরামর্শদাতা প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের ‘ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস’ এ বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে মনোনীত হয়েছে। ২০২৪ সালে এই তালিকায় শীর্ষে ছিল কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। চাঙ্গি বিমানবন্দর এবার ১৩তমবারের মতো এই মর্যাদা অর্জন করেছে, যা পুরস্কারের ইতিহাসে একটি রেকর্ড।

৯ এপ্রিল মাদ্রিদে আয়োজিত এক অনুষ্ঠানে চাঙ্গি বিমানবন্দরকে ‘৬ কোটি থেকে ৭ কোটি যাত্রী ধারণক্ষমতার সেরা বিমানবন্দর’, ‘সেরা বিমানবন্দর ডাইনিং অভিজ্ঞতা’ এবং ‘বিশ্বের সেরা বিমানবন্দর ওয়াশরুম’ হিসেবে পুরস্কৃত করা হয়। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর দ্বিতীয় স্থানে এবং জাপানের টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর (হানেদা) তৃতীয় স্থানে রয়েছে। এর পরেই রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর।

এছাড়া চাঙ্গি বিমানবন্দরের ক্রাউন প্লাজা হোটেলও বিশ্বের সেরা বিমানবন্দর হোটেল এবং এশিয়ার সেরা বিমানবন্দর হোটেল হিসেবে পুরস্কৃত হয়েছে। এটি টানা দশমবারের মতো চাঙ্গির টার্মিনাল-৩ এ অবস্থিত হোটেলটি এই পুরস্কার অর্জন করল।

এই পুরস্কারগুলি স্কাইট্র্যাক্স পরিচালিত একটি বৈশ্বিক জরিপের ভিত্তিতে দেওয়া হয়, যেখানে আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ১০০টিরও বেশি দেশের ১৩ মিলিয়ন বিমানবন্দর ব্যবহারকারী তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। জরিপে যাত্রীরা বিভিন্ন দিক থেকে বিমানবন্দরগুলোর মান মূল্যায়ন করেছেন। যেমন: চেক-ইন, আগমন, স্থানান্তর, কেনাকাটা, নিরাপত্তা এবং অভিবাসন প্রক্রিয়া।

স্কাইট্র্যাক্সের প্রধান নির্বাহী এডওয়ার্ড প্লেস্টেড এই অর্জনকে "মহান" হিসেবে অভিহিত করেছেন এবং চাঙ্গি বিমানবন্দরকে প্রথমবারের মতো বিশ্বের সেরা বিমানবন্দর ওয়াশরুম পুরস্কার দেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। চাঙ্গি বিমানবন্দর গ্রুপের প্রধান নির্বাহী ইয়াম কুম ওয়েং এই স্বীকৃতির জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন এটি তাদের আরও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্য অনুপ্রেরণা জোগায়।

প্রসঙ্গত স্কাইট্র্যাক্স ১৯৯৯ সালে তাদের প্রথম বিশ্বব্যাপী বিমানবন্দর গ্রাহক সন্তুষ্টি জরিপ শুরু করে এবং ২০০০ সালে প্রথম বিশ্ব বিমানবন্দর পুরস্কার প্রদান করে। চাঙ্গি বিমানবন্দর ২০০০ সালে প্রথম পুরস্কারটি জিতে এবং ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর শীর্ষস্থান দখল করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে