ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ট্রাম্পের সিদ্ধান্তে চাঙ্গা বিশ্ববাজার

২০২৫ এপ্রিল ১০ ১২:৩৩:০৩
ট্রাম্পের সিদ্ধান্তে চাঙ্গা বিশ্ববাজার

ডুয়া ডেস্ক : বিশ্ব অর্থনীতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা। বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপ করা রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার ঘোষণা আসার পর থেকেই বিশ্ববাজারে সূচক বাড়তে শুরু করে।

বুধবার (০৯ এপ্রিল) বিকেলে এ ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়। সেই ধারা পৌঁছে যায় এশিয়াতেও। কোনো কোনো দেশের শেয়ারবাজারে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান দেখা গেছে।

সিএনবিসি-র এক প্রতিবেদনে বলা হয়, এই শুল্ক প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়তেই বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে, আর বাজারে শুরু হয় লেনদেনের রীতিমতো দৌড়।

এর আগে পাল্টা শুল্ক আরোপের হুমকিতে একাধিক দেশের বাজারে বড় ধস নেমেছিল। বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছিল উৎকণ্ঠা ও অনিশ্চয়তা।

ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, তিনি ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করেছেন। তবে এই সময়েও ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর থাকবে।

এই ঘোষণার পরপরই মার্কিন শেয়ারবাজারে বড়সড় পরিবর্তন আসে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ এক লাফে বেড়ে যায় ২,২০০ পয়েন্ট বা প্রায় ৫ দশমিক ৯ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৯ দশমিক ৫২ শতাংশ এবং নাসডাক সূচক ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, “ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়ে অসাধারণ সাহসিকতা দেখিয়েছেন। আমরা বিশ্বের দেশগুলোকে জানিয়ে দিয়েছি—আলোচনায় আসলে পুরস্কার পাবে, না আসলে ভোগ করবে।”

উল্লেখ্য, গত সপ্তাহেই ট্রাম্প উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছিলেন, যার ফলে বিশ্ববাজারে ব্যাপক পতন হয়েছিল। এসঅ্যান্ডপি ৫০০ সূচক টানা চার দিনে ১২ শতাংশ হারায়, যা ছিল করোনা পরবর্তী সময়ের সবচেয়ে বড় ধস। এ সময় ডাউ সূচক পড়ে যায় ৪,৫০০ পয়েন্টেরও বেশি, আর নাসডাক ১৩ শতাংশের বেশি হারায়।

ট্রাম্পের সিদ্ধান্ত বাজারকে যে নতুন আশার আলো দেখিয়েছে, তা নিয়ে বিশ্লেষকরা বলছেন—এটি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ইঙ্গিত না হলেও, অন্তত অস্থির বাজারে একটি বড় ধরনের স্বস্তি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে