ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

ভারতের চেয়ে বেশি অন্য কেউ বাংলাদেশের মঙ্গল কামনা করে না : জয়শঙ্কর

২০২৫ এপ্রিল ১০ ১২:২৭:৩৭
ভারতের চেয়ে বেশি অন্য কেউ বাংলাদেশের মঙ্গল কামনা করে না : জয়শঙ্কর

ডুয়া ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ সম্পর্কে বলেছেন, “ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল কামনা করে না।” তিনি ৯ এপ্রিল নয়াদিল্লিতে নিউজ১৮-এর রাইজিং ভারত সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।

ভাষণে তিনি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “আমরা বাংলাদেশের জন্য মঙ্গল কামনা করি এবং এই সম্পর্কটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি এসময় বাংলাদেশে আসন্ন নির্বাচনের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন।

জয়শঙ্কর বলেন, “ভারত ও বাংলাদেশের সম্পর্ক বহু বছরের পুরনো এবং এটি জনগণের সঙ্গে জনগণের সংযোগে ভিত্তি করে। আমাদের পক্ষ থেকে ঐতিহাসিকভাবে এই সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।”

তিনি বাংলাদেশের মৌলবাদী প্রবণতা ও সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, “এই ধরনের উদ্বেগগুলো আমরা খোলামেলাভাবে প্রকাশ করেছি।”

শেষে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনে গণতন্ত্রের গুরুত্ব উল্লেখ করে আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে