ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

১৯ দিন পর হজ ফ্লাইট শুরু, ভিসা নিয়ে জটিলতার শঙ্কা

২০২৫ এপ্রিল ১০ ১১:৪০:৩২
১৯ দিন পর হজ ফ্লাইট শুরু, ভিসা নিয়ে জটিলতার শঙ্কা

ডুয়া ডেস্ক: হজ ফ্লাইট শুরু হতে ১৯ দিন বাকি। তবে ১৮ এপ্রিলের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রদানের শেষ সময়সীমা রয়েছে। কিন্তু সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধিত অনেক হজযাত্রীর বাড়িভাড়া এখনও সম্পন্ন হয়নি। এ কারণে ভিসা প্রাপ্তিতে জটিলতা তৈরি হতে পারে। এদিকে মক্কা ও মদিনায় কতজন হজযাত্রীর বাড়িভাড়া সম্পন্ন হয়েছে, সে তথ্য ধর্ম মন্ত্রণালয়ের কাছে নেই।

ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করছে। তবে বাড়িভাড়া নিয়ে এই পরিস্থিতিতে ৯টি এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর হজযাত্রীদের বাড়িভাড়ার তথ্য অনলাইনে দেখা যেত। তবে সৌদি সরকার এবার বাড়িভাড়ার নতুন পদ্ধতি চালু করেছে এবং আগের অনলাইন ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। নতুন নিয়মে সৌদি সরকারের নিজস্ব কোম্পানির মাধ্যমে বাড়িভাড়া করা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিকে একাধিকবার চিঠি পাঠালেও অনলাইনে বাড়িভাড়ার ব্যবস্থা পুনরায় চালু হয়নি। অনেক হজ এজেন্সি কম দামে বাড়ি খোঁজার জন্য বিলম্ব করছে। ফলে জটিলতা সৃষ্টি হচ্ছে।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক জানিয়েছেন, আগে হজ এজেন্সিগুলো নিজে বাড়িভাড়া করতে পারত। তবে এবার সৌদি সরকারের কোম্পানির মাধ্যমে বাড়িভাড়া করতে হচ্ছে, যা কিছুটা জটিলতা তৈরি করেছে। যদি কোন এজেন্সির গাফিলতির কারণে হজযাত্রী হজে না যেতে পারেন তবে সেই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মক্কায় ৬,৫৪৯ জন এবং মদিনায় ২,২৬৭ জন হজযাত্রীর বাড়িভাড়া এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যে প্রায় ২,০০০ জনের জন্য এ পর্যন্ত বাড়িভাড়া প্ল্যাটফর্মে আবেদনই করা হয়নি। এ কারণে ধর্ম মন্ত্রণালয় উদ্বিগ্ন। তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যদি কোনো এজেন্সির অবহেলার কারণে একজন হজযাত্রীও হজে যেতে না পারেন তবে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

এদিকে ভিসা প্রাপ্তির জন্য বাড়িভাড়া ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন না হলে হজযাত্রীদের ভিসা পাওয়া সম্ভব নয়। এখন পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনার ৮১,৯০০ হজযাত্রীর মধ্যে মাত্র ১,৫০০ জনের ভিসা হয়েছে এবং সরকারি ব্যবস্থাপনার ৫,২০০ হজযাত্রীর ভিসা এখনও হয়নি। ভিসা প্রদানের সময় মাত্র ১০ দিন বাকি।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মঞ্জুরুল হক জানান, আগামী ১৪ থেকে ১৫ এপ্রিলের মধ্যে সরকারি হজযাত্রীদের বাড়িভাড়া চূড়ান্ত হতে পারে। এরপর তাদের ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে।

এছাড়া সৌদি সরকারের হজযাত্রীদের বাড়িভাড়ার ন্যূনতম সংখ্যা নির্ধারণের কারণে ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধিত হজযাত্রীরা এবার ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। তবে লিড এজেন্সিগুলোর অনেকেই সময়মতো বাড়িভাড়া সম্পন্ন করতে পারেনি।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, সৌদি সরকার এবার হজযাত্রীদের বাড়িভাড়া ঈদুল ফিতরের পরে দেওয়ার পরিবর্তে রমজানের মধ্যেই দেয়ার নির্দেশনা দিয়েছে। তবে সৌদি আরবে এখনও বাড়িভাড়ার অনুমোদন পাওয়া যায়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে