ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শিগগিরই ২১ জেলা পাচ্ছে নতুন ডিসি

২০২৫ এপ্রিল ১০ ১১:০৩:২১
শিগগিরই ২১ জেলা পাচ্ছে নতুন ডিসি

ডুয়া ডেস্ক: নির্বাচনের সময় মাঠ প্রশাসন যেন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করছে। ভোট পরিচালনার ক্ষেত্রে জেলা প্রশাসক (ডিসি) থাকেন রিটার্নিং কর্মকর্তার ভূমিকায় আর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন পুলিশ সুপার (এসপি)। আগামী নির্বাচন সামনে রেখে সরকার এখন থেকেই মাঠ প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার ১০৮ জন কর্মকর্তার একটি ‘ফিট লিস্ট’ তৈরি করে, যেখান থেকে ৬১ জনকে ডিসি হিসেবে পদায়ন করা হয়। বাকি কর্মকর্তাদের ডিসি পদে পদায়ন না করে ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে নতুনভাবে ফিট লিস্ট তৈরির কাজ শুরু করে মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় ২৫ ও ২৭তম বিসিএস ব্যাচের মোট ২৬৯ কর্মকর্তাকে ছয় ধাপে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

বর্তমানে ২৪তম ব্যাচের ২৬ জন, ২৫তম ব্যাচের ২৫ জন এবং ২৭তম ব্যাচের ১৩ জন কর্মকর্তা ডিসির দায়িত্বে রয়েছেন। এর মধ্যে ২৪তম ব্যাচের ২১ জন ইতিমধ্যে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। ফলে তাঁদের শিগগিরই ডিসির পদ থেকে সরিয়ে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হবে। ডিসির দায়িত্ব সাধারণত প্রশাসন ক্যাডারের উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের দেওয়া হয় এবং কেউ যুগ্ম সচিব হলে সাধারণত তাঁকে এই পদ থেকে সরিয়ে নেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ডিসি পদে নতুন নিয়োগের ক্ষেত্রে ২৮তম বিসিএস ব্যাচের ১৫৮ জন কর্মকর্তাকে বিবেচনায় রাখা হবে যদিও এখনো তাঁদের ফিট লিস্ট তৈরির কাজ শুরু হয়নি। অন্যদিকে বর্তমানে এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন ২৪, ২৫ এবং ২৭তম ব্যাচের কর্মকর্তারা। তবে সূত্র বলছে, ভোটের আগে ২৮তম ব্যাচের কিছু কর্মকর্তাকেও এসপি পদে পদায়ন করা হতে পারে। অর্থাৎ নির্বাচনকালে মাঠ প্রশাসনে মূল দায়িত্ব থাকবে ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের কাঁধে।

একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সরকার প্রাথমিকভাবে ২১টি জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে নির্বাচনী প্রশাসনের কাঠামো সাজানো শুরু করবে। এ ক্ষেত্রে অত্যন্ত সতর্কভাবে যোগ্য কর্মকর্তাদের বাছাই করা হচ্ছে। বিশেষ করে, যাঁরা আগের তত্ত্বাবধায়ক সরকারের সময় মাঠ প্রশাসনে ছিলেন তাঁদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিয়োগ ও বদলির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল এবং সমালোচনার মুখে কিছু নিয়োগ বাতিল করতেও হয়েছে। তাই এবার আগেভাগে সুপরিকল্পিতভাবে এবং সতর্কতার সঙ্গে বাছাই করা হচ্ছে কর্মকর্তাদের।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে