ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের ঘোষণায় মার্কিন শেয়ারবাজারে উল্লম্ফন

২০২৫ এপ্রিল ১০ ০৬:৪৪:৫২
ট্রাম্পের ঘোষণায় মার্কিন শেয়ারবাজারে উল্লম্ফন

ডুয়া নিউজ: চীন ছাড়া বিশ্বের সব দেশের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি স্থগিত ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে উল্লম্ফন দেখা দিয়েছে। বহু শেয়ারের দাম অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পেয়েছে।

রয়টার্স জানিয়েছে, এর আগে ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণার পর ওয়াল স্ট্রিটে প্রবল পতন হয়েছিল। তবে বুধবার তিনি তিন মাসের জন্য শুল্ক আরোপের পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দেওয়ার পর বিনিয়োগকারীরা শেয়ারবাজারে পুনরায় আস্থা ফিরে পান।

যার ফলে মার্কিন শেয়ারগুলোর দাম দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এদিন ডিওডব্লিউ সূচক ২,৯৬৩ পয়েন্ট বা ৭.৮৭ শতাংশ বেড়ে যায়।

অন্যদিকে এসঅ্যান্ডপি ফাইভ জিরো সূচক ৯.৫২ শতাংশ বৃদ্ধির পর নাসডাক সূচক ১২.১৬ শতাংশ বেড়ে যায়। ২০০৮ সালের অক্টোবরের পর এসঅ্যান্ডপি ফাইভ জিরোর সূচকে এ রকম উন্নতি দেখা যায়নি। নাসডাকের জন্যও এটি ২০০১ সালের পরের শ্রেষ্ঠ দিন।

বোস্টনের বলভিন ওয়েলথ ম্যানেজমেন্ট গ্রুপের সভাপতি জিনা বলভিন মন্তব্য করেন, "এটি সেই বিশেষ মুহূর্ত যা আমরা অপেক্ষা করছিলাম। বাজারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক হয়েছে।"

তবে তিনি সতর্ক করে বলেন, "৯০ দিনের পরে কী ঘটবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য অস্থিরতা নিয়ে আসতে পারে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে