ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ইসলামী ব্যাংকিংকে গতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ

২০২৫ এপ্রিল ১০ ০৬:১৬:৩২
ইসলামী ব্যাংকিংকে গতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ

ডুয়া নিউজ: বাংলাদেশ ব্যাংক দেশের ইসলামি ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি নতুন বিভাগ, ‘ইসলামি ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি’, গঠন করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এখন থেকে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সংক্রান্ত সকল নীতি ও নিয়ন্ত্রণ কার্যক্রম এই নতুন বিভাগের মাধ্যমে পরিচালিত হবে।

এছাড়াও, একই প্রজ্ঞাপনে ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ চালু করা হয়েছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় ও শাখাসমূহের পরিদর্শন পরবর্তী পরিপালন কার্যক্রম ‘পরিদর্শন পরিপালন বিভাগ’-এর মাধ্যমে সম্পন্ন হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯ অনুযায়ী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বও এখন ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ’-এর মাধ্যমে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টদের আশা, এই পদক্ষেপগুলোর মাধ্যমে দেশের ব্যাংকিং খাতের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে