ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

২০২৫ এপ্রিল ১০ ০৬:০৮:১২
শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯০ দিনের জন্য নতুন শুল্ক স্থগিত করার সিদ্ধান্ত নেন। এজন্য ড. ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন।

পোস্টে ড. ইউনূস বলেন, “আমাদের অনুরোধে ৯০ দিনের জন্য নতুন শুল্ক স্থগিত করার সিদ্ধান্তে সম্মতি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট। আমরা আপনার বাণিজ্যনীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব।”

এর আগে ট্রাম্প নিজেকে সামাজিক মাধ্যমে উল্লেখ করেছিলেন যে, চীন বিশ্ববাজারের প্রতি অসম্মান দেখানোর কারণে চীনের ওপর শুল্কের পরিমাণ ১২৫ শতাংশে বাড়ানো হচ্ছে, যা অবিলম্বে কার্যকর হবে।

ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন, দ্রুতই চীন বুঝতে পারবে যে, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে শোষণ করা আর কার্যকর হবে না। ট্রাম্প এও জানান, ৭৫টিরও বেশি দেশ মার্কিন প্রতিনিধির সঙ্গে বাণিজ্য ও শুল্কে আলোচনা করতে চেয়েছে এবং তাদের জন্য পাল্টা ব্যবস্থা না নেয়ার লক্ষ্যে তিনি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন।

এর আগে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ করে ৭ এপ্রিল ট্রাম্পকে পাঠানো চিঠিতে ড. ইউনূস উল্লেখ করেন, এ উদ্যোগের ফলে বাংলাদেশের মার্কিন রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে।

প্রধান উপদেষ্টা ও তার কাউন্সিল বাংলাদেশের কার্যক্রমের বিবরণী যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কাছে পাঠানোর পরিকল্পনাও করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে