ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

১০ লাখ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ট্রাম্প

২০২৫ এপ্রিল ০৯ ২৩:২৬:৫৮
১০ লাখ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ট্রাম্প

ডুয়া ডেস্ক: সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে বসবাসের বৈধতা পেয়েছেন এমন অভিবাসীদের মধ্যে ১০ লাখ জনকে ‘শিগগিরই’ যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি তারা এই নির্দেশ না মানেন, তবে তাদের ‘পরিণতি ভোগ করতে হবে’। খবর এক্সপ্রেসের।

ট্রাম্পের পূর্বসূরী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে সিবিপি ওয়ান নামের একটি অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পেয়েছিলেন এই ১০ লাখ অভিবাসী। তবে ট্রাম্পের দাবি, এটি একটি ত্রুটিপূর্ণ অ্যাপ। লোকজনকে অবৈধভাবে বসবাসের সুযোগ দেওয়ার জন্য অ্যাপটি তৈরি করা হয়েছিল।

গত জানুয়ারিতে সিবিপি ওয়ান অ্যাপটি বন্ধ করে দেন ট্রাম্প। পরে মার্চ মাসে খানিকটা পরিবর্তিতভাবে ফের চালু করা হয় অ্যাপটি, যার নাম দেওয়া হয় সিবিপি হোম। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, যেসব অবৈধ অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে ইচ্ছুক, তাদের সহযোগিতা করবে সিবিপি হোম।

সম্প্রতি সিবিপি হোম অ্যাপে একটি ইমেইল পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, “আপনার যুক্তরাষ্ট্র ত্যাগ করার সময় এসে গেছে। যদি শিগগিরই আপনি তা না করেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি মামলা, জরিমানাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে কখনও আপনাকে এই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। অবশ্য আপনি যদি আপনার বসবাসের পক্ষে (এই অ্যাপের বাইরে) কোনো আইনগত ভিত্তি বা নথি প্রদর্শন করতে পারেন, তাহলে ব্যাপারটি ভিন্ন।”

বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাওয়া অভিবাসীদের মধ্যে কতজন এই নোটিশ পেয়েছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই ট্রাম্প প্রশাসনের কাছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ১০ লাখ অভিবাসী 'সিবিপি হোম' অ্যাপটি ব্যবহার করেন এবং তাদের সবার কাছেই নোটিশ পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “বাইডেন প্রশাসন প্যারোলের অপব্যবহারের মাধ্যমে লাখ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রের বসবাসের সুযোগ করে দিয়েছিল। আমরা সেসব প্যারোল বাতিল করছি কারণ এর সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণ, সীমান্ত ও জাতীয় নিরাপত্তা জড়িত।”

সূত্র : এক্সপ্রেস

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে