ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বিদেশী বিনিয়োগকারীরা নির্বাচিত সরকার চায়: আমীর খসরু

২০২৫ এপ্রিল ০৯ ২২:৫২:০১
বিদেশী বিনিয়োগকারীরা নির্বাচিত সরকার চায়: আমীর খসরু

ডুয়া নিউজ: নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের আস্থা বেশি থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভাল হবে। কারণ নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের আস্থা বেশি থাকে।

আজ বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিএনপির রাজনীতি বিনিয়োগের রাজনীতি। বেসরকারি খাতে প্রবৃদ্ধির নেপথ্যে আমাদের সরকারের প্রণীত পলিসি রয়েছে।”

এ সময় তিনি কর স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএনপি প্রয়োজনীয় আইন প্রণয়ন করবে বলেও মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, “নির্বাচনের মাধম্যে গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে আনতে হবে। বিদেশী বিনিয়োগকারীরাও নির্বাচিত সরকার চায়।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে