ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

আ.লীগের বিচারসহ ৪ বিষয়ে একমত হেফাজত-এনসিপি

২০২৫ এপ্রিল ০৯ ২১:৩৭:১৫
আ.লীগের বিচারসহ ৪ বিষয়ে একমত হেফাজত-এনসিপি

ডুয়া নিউজ: রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারসহ চারটি বিষয়ে একমত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বুধবার (০৯ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিসে হেফাজতে ইসলামের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে। জাতীয় নাগরিক পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, “দল হিসেবে আওয়ামী লীগের বিচারে একমত হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি। মতবিনিময়ে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মামলা মোকদ্দমা নিয়ে আলোচনা হয়।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “মতবিনিময়ে আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি। সেগুলোর মধ্যে রয়েছে, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে। নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা।”

এছাড়া মতবিনিময় সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান সংস্কারপ্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতে ইসলামসহ অন্যান্য দলগুলোর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তির পক্ষে একমত হন। সভায় সংস্কার বিষয়ে পারস্পরিক প্রস্তাবনাও উপস্থাপন করা হয়।

সভায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে অন্য একটি প্রতিনিধি দল অংশ নেয়। এছাড়া এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক সারজিসও সভায় উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে