ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

চলতি মাসে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

২০২৫ এপ্রিল ০৯ ২০:৩৪:২৩
চলতি মাসে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ডুয়া নিউজ: মধ্যপ্রাচ্যের দেশ কাতার সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সফর আগামী ২২-২৩ এপ্রিল কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ২১ এপ্রিল তিনি কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সেখানে দ্বিতীয়বারের মতো আয়োজিত আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে স্পিকার হিসেবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, আইইউসিএন’র ডিরেক্টর জেনারেল ড. গ্রিথেল এগুইলার প্রমুখ বক্তব্য দেবেন।

জানা গেছে, কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দোহায় অনুষ্ঠিত হবে আর্থনা শীর্ষ সম্মেলন। এতে স্পিকার হিসেবে যোগ দেয়ার জন্য এরইমধ্যে আয়োজকদের পক্ষ থেকে ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কাতার ও অন্যান্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে এ সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে