ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

পাঁচ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ ঝোঁক

২০২৫ এপ্রিল ০৯ ১৯:৪৭:১১
পাঁচ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ ঝোঁক

ডুয়া নিউজ: শেয়ারবাজারে লেনদেন হওয়া ‘এ’ ক্যাটাগরির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ সাধারণত বেশি থাকে। কারণ এই ক্যাটাগরির শেয়ারগুলো সাধারণত ভালো মানের কোম্পানির হয়ে থাকে, যেগুলো বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে। আজ বুধবার (০৯ এপ্রিল) তেমনি ৫টি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ ঝোঁক দেখা গেছে।

কোম্পানিগুলো হলো-কনফিডেন্স সিমেন্ট, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল সার্ভিসেস, ডরিন পাওয়ার, হাইডেলবার্গ সিমেন্ট ও অ্যাম্বি ফার্মা। কোম্পানিগুলোর শেয়ার এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।

কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের কেনার চাপ বাড়ায় শেয়ারগুলো লেনদেনের শেষ ভাগে বিক্রেতাশুন্য হয়ে হল্টেড হয়ে যায়। এদিন কোম্পানিগুলোর শেয়ার দাম যেমন বেড়েছে, লেনদেনও হয়েছে সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।

কোম্পানিগুলোর মধ্যে আজ কনফিডেন্স সিমেন্টর দাম বেড়েছে ১০ শতাংশ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল সার্ভিসেসের ৯ দশমিক ৯৫ শতাংশ, ডরিন পাওয়ারের ৯ দশমিক ৮৫ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮ দশমিক ৭৩ শতাংশ এবং অ্যাম্বি ফার্মার ৭ দশমিক ৪৯ শতাংশ।

আজ কনফিডেন্স সিমেন্টের শেয়ার লেনদেন হয়েছে ১০ লাখ ৮৮ হাজার ৮৮টি, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল সার্ভিসেসের ১ লাখ ৯৩ হাজার ৬২১টি, ডরিন পাওয়ারের ৩ লাখ ৩৪ হাজার, হাইডেলবার্গ সিমেন্টের ১৪ হাজার ৮৭৭টি এবং অ্যাম্বি ফার্মার ১৯ হাজার ৪০৮টি শেয়ার।

কোম্পানিগুলোর মধ্যে কনফিডেন্স সিমেন্ট সর্বশেষ অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। এছাড়া জেএমআই সিরিঞ্জ, ডরিন পাওয়ার, হাইডেলবার্গ সিমেন্ট এবং অ্যাম্বি ফার্মাও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে