ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

চলতি বছর ৪ টাকা বেশি দরে ধান ও চাল কিনবে সরকার

২০২৫ এপ্রিল ০৯ ১৯:০৬:২৩
চলতি বছর ৪ টাকা বেশি দরে ধান ও চাল কিনবে সরকার

ডুয়া নিউজ: চলতি বছর বোরো মৌসুমে ৪ টাকা বেশি দামে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। এর মধ্যে ৩ লাখ ৫০ হাজার টন ধান এবং ১৪ লাখ টন চাল সংগ্রহ করা হবে। ধানের কেজি নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, আর চালের কেজি ৪৯ টাকা। এছাড়া গম ৩৬ টাকা কেজি দরে কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

গত বছর বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চালসহ ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সরকার প্রতি কেজি বোরো ধান ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা দরে কিনেছিল।

অর্থ উপদেষ্টা বলেন, “ধারাবাহিকভাবে বন্যা অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও সার, চাল আমদানি করে মোটামুটি আমরা স্থিতিশীল ছিলাম। ফলে গতবছর ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা আমাদের পরিপূর্ণ হয়েছে।”

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, !এ বছরও আমরা ধান, চাল সংগ্রহ করবো। সেলক্ষ্যে আজকে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর ৩৬ টাকা কেজি দরে বোরো ধান, সেদ্ধ চাল ৪৯ টাকা, ৩৬ টাকা দরে গম কেনা হবে। এরমধ্যে ধান সাড়ে ৩ লাখ টন, সেদ্ধ চাল ১৪ লাখ টন এবং গমের জন্য কোন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে