ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

কাঠগড়ায় জ্যাকবের সঙ্গে আড্ডায় মজলেন শমী কায়সার

২০২৫ এপ্রিল ০৯ ১৮:২০:৫৯
কাঠগড়ায় জ্যাকবের সঙ্গে আড্ডায় মজলেন শমী কায়সার

ডুয়া ডেস্ক : রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার দেখিয়েছে আদালত। বুধবার (০৯ এপ্রিল) আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, অভিনেত্রীসহ বিভিন্ন নেতাকর্মীকে। এ সময় সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সঙ্গে কাঠগড়ায় আড্ডা দিতে দেখা যায় শমী কায়সারকে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তাদের হাজির করা হয়। মামলার শুনানির পুরো সময় জুড়ে জ্যাকব ও শমী কায়সারকে একে অপরের সঙ্গে গল্প করতে দেখা যায়।

শুনানি শেষে উত্তরার আজমপুরে টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ হত্যা চেষ্টার মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ এবং সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

এছাড়া, গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়।

গত বছর ৫ আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের পর ১৪ আগস্ট ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

নব্বইয়ের দশকের একজন প্রখ্যাত অভিনেত্রী ও প্রযোজক শমী কায়সার ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার, এবং মা পান্না কায়সার একজন লেখিকা ও সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন, যার ফলে শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে