ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

পাসপোর্টে আবারও ‘এক্সসেপ্ট ই’সরায়েল’ লেখার দাবি ঢাবি শিক্ষকদের

২০২৫ এপ্রিল ০৯ ১৬:৫৫:৫৯
পাসপোর্টে আবারও ‘এক্সসেপ্ট ই’সরায়েল’ লেখার দাবি ঢাবি শিক্ষকদের

ডুয়া নিউজ: এর আগে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ লেখা ছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের সময় এটা তুলে নেওয়া হয়। তবে আবারও পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ যুক্ত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তারা।

আজ বুধবার (৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় এ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় শিক্ষকরা অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ সরকার ইসরায়েল থেকে আড়িপাতার ডিভাইস কেনে এবং পাসপোর্ট থেকে ইসরাইল গমনের নিষেধাজ্ঞা তুলে দিয়ে ঘৃণিত কাজ করেছিল।”

সমাবেশে অংশ নিয়ে শিক্ষকরা বিভিন্ন দূতাবাসে স্মারকলিপি প্রদানসহ একাধিক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে দেশীয় শিল্প ও পণ্যের প্রসারে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, সমাবেশে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে