ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে কড়াকড়ি, রাজনৈতিক হস্তক্ষেপে লাগাম

২০২৫ এপ্রিল ০৯ ১৬:৪০:০৬
ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে কড়াকড়ি, রাজনৈতিক হস্তক্ষেপে লাগাম

ডুয়া ডেস্ক : ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্পষ্টভাবে জানিয়েছেন, এখন থেকে আর কেউ ব্যাংকের টাকা লোপাট করে পালাতে পারবে না। ব্যাংকগুলোতে এমন অবস্থা তৈরি করতে হবে যাতে কোনোভাবেই লুটপাটের পরিবেশ না থাকে।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) আয়োজিত ১০ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে এসব কথা বলেন গভর্নর।

গভর্নর বলেন, ব্যাংকের টাকা লোপাট করে আর কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না এবং ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে।

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ব্যাংক সংস্কারমূলক নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে টাস্কফোর্স গঠন, নতুন আইন প্রণয়ন এবং ব্যাংক কোম্পানি আইনসহ বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ। এসব পদক্ষেপের ফলে কিছু দুর্নীতিগ্রস্ত ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে এখনও অনেক ব্যাংকের অবস্থা নাজুক।

ড. আহসান এইচ মনসুর বলেন, “সব ব্যাংকের পরিস্থিতি খারাপ নয়। তবে যেগুলোর সমস্যা আছে, সেগুলোর অবস্থা সত্যিই ভয়াবহ।” তিনি আরও জানান, গ্রাহকের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন হলে সরাসরি ব্যাংকের বোর্ডে হস্তক্ষেপ করবে। তিনি বলেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে।”

সম্মেলনে উপস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, “ব্যাংকের প্রকৃত মালিক হচ্ছে সাধারণ গ্রাহক। তাদের আস্থা অর্জন করতে না পারলে এ খাত ঘুরে দাঁড়াতে পারবে না।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে