ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

প্রবাসীদের ভোটের জন্য তিনটি পদ্ধতি বাছাই করা হয়েছে: ইসি

২০২৫ এপ্রিল ০৯ ১৬:২৯:৪০
প্রবাসীদের ভোটের জন্য তিনটি পদ্ধতি বাছাই করা হয়েছে: ইসি

ডুয়া নিউজ: প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি মাত্র পদ্ধতি যথাযথ নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, এ কারণে নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য তিনটি সম্ভাব্য পদ্ধতি বাছাই করেছে।

বুধবার (০৯ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

নির্বাচন কমিশনার জানান, প্রবাসীদের ভোটের জন্য নির্বাচন কমিশন যে তিনটি পদ্ধতি বিবেচনায় নিয়েছে সেগুলো হলো— পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। তবে এসব পদ্ধতিতে ভোট দিতে হলে প্রবাসীদের সংশ্লিষ্ট বিদেশি দেশ থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

মোঃ সানাউল্লাহ জানান, “বাংলাদেশের জন্য কোনো একটি পদ্ধতিতে ভোট সম্ভব নয়। তাই মিশ্র পদ্ধতি অনুসরণ করবে ইসি। কারণ দেশভেদে ভোটের পরিবেশ ভিন্ন। তবে তিনটি পদ্ধতি নিয়ে মব টেস্টিং করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।”

তিনি আরও জানান, “প্রবাসীদের ভোট পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য অ্যাডভাইজার পরিষদ গঠন করা হবে। এ পরিষদের রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।”

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, “চলতি বছরে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাকে নির্বাচন কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে