ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার: লেনদেনের ৩৫ শতাংশ তিন খাতের দখলে

২০২৫ এপ্রিল ০৯ ১৬:০১:৩০
শেয়ারবাজার: লেনদেনের ৩৫ শতাংশ তিন খাতের দখলে

ডুয়া ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস, বুধবার (৯ এপ্রিল) লেনদেনের বড় একটি অংশ দখল করে নিয়েছে মাত্র তিনটি খাত—ফার্মা, বীমা এবং প্রকৌশল। এদিন মোট লেনদেনের ৩৫ দশমিক ৮৪ শতাংশই এসেছে এই তিন খাত থেকে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ফার্মা খাতে সর্বোচ্চ ৮৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১৯ দশমিক ৯১ শতাংশ। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৭৩ কোটি ৭৩ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির ৭ কোটি ১৬ লাখ এবং ‘জেড’ ক্যাটাগরির ৪ কোটি ১৫ লাখ টাকার।

বীমা খাতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৬৩ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৩৩ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির ৩২ কোটি এবং ‘জেড’ ক্যাটাগরির ২ কোটি ৩০ লাখ টাকার।

অন্যদিকে, প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৮০ লাখ টাকার, যা মোট লেনদেনের ৯ দশমিক ২৮ শতাংশ। খাতটিতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ১৬ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির ২৬ কোটি ৯৮ লাখ এবং ‘জেড’ ক্যাটাগরির ৩ কোটি ৩৬ লাখ টাকার।

এই তিন খাতে মোট ১৩৪টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে, যা ডিএসইর দৈনিক লেনদেনের বড় অংশে প্রভাব বিস্তার করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে