ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মূলধনের পাঁচ গুণ মুনাফা করেছে তালিকাভুক্ত কোম্পানি

২০২৫ এপ্রিল ০৯ ১৫:৪৮:১৫
মূলধনের পাঁচ গুণ মুনাফা করেছে তালিকাভুক্ত কোম্পানি

ডুয়া নিউজ: দেশীয় কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের নামে প্রতিবছর বোনাস শেয়ার ইস্যু করে মুনাফা কোম্পানিতে রেখে দেয়। বিপরীতে ব্যবসা সম্প্রসারণের কথা বললেও ব্যব আর সম্প্রসারণ হয় না। যার ফলে মুনাফা ফি বছর কমে যায়।

অন্যদিকে, বহুজাতিক কোম্পানিগুলো শত শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরও ফি বছর তাদের মুনাফা বেড়ে যায়। এমনকি স্বল্প আকারের পরিশোধিত মূলধন নিয়েও দেশীয় শতাধিক কোটি টাকার কোম্পানিগুলোর চেয়ে বেশি মুনাফা অর্জন করে।

ঠিক এমনি ব্যবসার দৃষ্টান্ত দেখাচ্ছে বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার। কোম্পানিটি বিগত ১০ বছরে ৫৫০ শতাংশের নিচে ডিভিডেন্ড দেওয়ার নজির নেই, যেখানে দেশীয় কোম্পানিগুলোর জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়া কঠিন হয়ে পড়ে। এর মধ্যে আবার বোনাস শেয়ার থাকে।

৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার পরিশোধিত মূলধনের রেকিট বেনকিজার ২০২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ১৫৯ টাকা ১৭ পয়সা হিসাবে মোট ৭৫ কোটি ২১ লাখ টাকার নিট মুনাফা করেছে। এই মুনাফার বিপরীতে কোম্পানির পরিচালনা পর্ষদ ৩৩৩০ শতাংশ হারে শেয়ার প্রতি ৩৩৩ টাকা করে সর্বমোট ১৫৭ কোটি ৩৪ লাখ টাকার ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা শেয়ারবাজারে হাজার কোটি টাকার অনেক ব্যাংকের পক্ষেও সম্ভব নয়।

এর আগের বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৭৩ টাকা ৬৫ পয়সা হিসাবে নিট মুনাফা ছিল ৮২ কোটি ৫ লাখ টাকা। ওই বছর কোম্পানিটি ৫৫০ শতাংশ হারে ২৫ কোটি ৯৯ লাখ টাকার ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

পরিসংখ্যানে দেখা যায়, রেকিট বেনকিজারের ২০২৪ অর্থবছরের ব্যবসায় মুনাফা কমলেও ডিভিডেন্ডের পরিমাণ বেড়ে গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে