ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উন্নতি

২০২৫ এপ্রিল ০৯ ১৫:১৪:৩২
শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উন্নতি

ডুয়া ডেস্ক : দীর্ঘ ছুটি কাটিয়ে ফেরার পর থেকেই ট্রাম্পের শুল্কনীতির চাপে ধুকে ধুকে চলছিলো দেশের শেয়ারবাজার। যদিও শুল্কনীতির এই চাপ ভালোভাবে সামলিয়েছে সাহসী বিনিয়োগকারীরা। তারপরও দিনশেষে নেতিবাচক প্রবণতার বৃত্তেই আটকে থাকতো প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

তবে আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৯ এপ্রিল) পতনের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে দেশের প্রধান শেয়ারবাজার। আজ ডিএসইর প্রধান সূচকের উথ্থান হয়েছে ১০ দশমিক ২১ পয়েন্ট। আগের কর্মদিবস মঙ্গলবার প্রধান সূচক কমেছিল ১০ দশমিক ৮৭ পয়েন্ট। একইসঙ্গে লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতাও অব্যাহত রয়েছে।

আগের কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৬১ লাখ টাকার। আজ লেনদেন হয়েছে ৫২৭ কোটি ১৮ লাখ টাকার।

তবে আজও ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

আজ ডিএসইর প্রধান সূচক ১০ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৬ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৯ দশমিক ৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১ হাজার ৯২১ দশমিক ৯৯ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৫১ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩০ দশমিক ৩৫ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ৫ দশমিক ১৯ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে