ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের : প্রধান উপদেষ্টা

২০২৫ এপ্রিল ০৯ ১৩:০৭:৫৮
বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের : প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক: বাংলাদেশের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশের কাছে এমন দুর্দান্ত ধারণা রয়েছে যা পৃথিবীকে বদলে দিতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ব্যবসার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, যা শুধু দেশের জন্যই নয়, সারা বিশ্বের জন্যও লাভজনক হতে পারে। এক সময় ক্ষুদ্র ঋণ শুধুমাত্র বাংলাদেশের একটি গ্রামে শুরু হলেও আজ তা আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায়ে পরিণত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের কথা উল্লেখ করতে গিয়ে প্রধান উপদেষ্টা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কয়েক সেকেন্ডের জন্য তার কণ্ঠরোধ হয়ে যায়।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত এই চার দিনব্যাপী সম্মেলন শুরু হয় ৭ এপ্রিল। তবে আজ প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে