ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

২০২৫ এপ্রিল ০৯ ১০:৫০:৪৫
ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক: রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এ যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ ৯ এপ্রিল তিনি এই সম্মেলনের উদ্বোধন করবেন।

বিজনেস সামিটের তৃতীয় দিনে ড. মুহাম্মদ ইউনূস স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহারের উদ্বোধন করবেন, যা বাংলাদেশের মহাকাশভিত্তিক কৃত্রিম উপগ্রহের ইন্টারনেট সেবার পথ খুলে দেবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এর মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবা চালু হবে।

এছাড়াও বুধবারের সেশনে ড. ইউনূস বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের পদক্ষেপ তুলে ধরবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি বিনিয়োগের আহ্বান জানাবেন।

বিজনেস সামিটের প্রথম দুই দিনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। কয়েকটি বিদেশি ব্যাংক ইতোমধ্যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে লোন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া সরকারের পক্ষ থেকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অফিসিয়াল কার্যক্রম শিথিল এবং নতুন জ্বালানি নীতির ঘোষণা দেয়া হয়েছে। সম্মেলনের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে