ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ থেকে আম, লিচু, কলা ও আলু নিতে চায় সিঙ্গাপুর

২০২৫ এপ্রিল ০৮ ২১:৫২:২৯
বাংলাদেশ থেকে আম, লিচু, কলা ও আলু নিতে চায় সিঙ্গাপুর

ডুয়া নিউজ: বাংলাদেশ থেকে আম, লিচু, কলা ও আলু আমদানির আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। ‍আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বৈঠকে এ কথা জানান।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণের নানা দিক নিয়ে গভীর আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। এ সময় উপদেষ্টা সিঙ্গাপুরের হাইকমিশনারকে বাংলাদেশ থেকে চা, আলু, মৌসুমি ফল ও হিমায়িত মাছ আমদানির আহ্বান জানান।”

সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বলেন, “সিঙ্গাপুরে মৌসুমি ফলের চাহিদা রয়েছে। চাহিদা পূরণে তারা বাংলাদেশ থেকে আম, লিচু, কলা ও আলু আমদানি করতে চায়।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে