ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

মাল্টি সিকিউরিটিজের সিইও’র দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ এপ্রিল ০৮ ২১:৩২:২৩
মাল্টি সিকিউরিটিজের সিইও’র দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডুয়া নিউজ: ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান মাল্টি সিকিউরিটিজের সিইও হাসান তাহের ইমাম, তার স্ত্রী সিলমাত চিশতী এবং ভাই পিমা ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে উপপরিচালক আফিয়া খাতুন নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছিলেন।

নিষেধাজ্ঞার আবেদনে উল্লেখ করা হয়, মাল্টি সিকিউরিটিজ লিমিটেডের সিইও হাসান তাহের ইমামের বিরুদ্ধে বিনিয়োগকারীদের শতশত কোটি টাকা আত্মসাতের মাধ্যমে নিজে ও তার স্ত্রী ও সন্তানের নামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান চলমান।

অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই অভিযোগের সঠিক অনুসন্ধানের জন্য তাদের বিদেশ যাত্রা রোধ করা অপরিহার্য।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে