ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ভিসা নিয়ে ১৮ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের নতুন সিদ্ধান্ত

২০২৫ এপ্রিল ০৮ ১৯:২৬:৩৫
ভিসা নিয়ে ১৮ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের নতুন সিদ্ধান্ত

ডুয়া ডেস্ক: সৌদি আরব ইলেকট্রনিক ট্রানজিট ভিসা সম্পর্কিত নতুন সিদ্ধান্ত নিয়েছে, যেখানে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র ১৮টি দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে ইলেকট্রনিক ট্রানজিট ভিসাটি মূলত ই-স্টপওভার ভিসা হিসেবে পরিচিত, যার আওতা সীমিত করা হয়েছে। নতুন নীতিমালায় এই ভিসাটি কেবল "গ্রুপ এ"-এর অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য প্রযোজ্য হবে, যারা এই দেশগুলো থেকে যাত্রা করছেন বা সেখানে গমন করছেন।

এখন থেকে এই ভিসা সুবিধা পেতে যেসব দেশের নাগরিকরা যোগ্য তারা হলেন—কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, চীন (হংকং ও ম্যাকাওসহ), মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং মরিশাস।

এই সুবিধাটি শুধুমাত্র সেই যাত্রীদের জন্য প্রযোজ্য যাদের ফ্লাইট শুরু বা শেষ হয় এই তালিকাভুক্ত ১৮টি দেশের মধ্যে কোন একটি থেকে।

সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, এ সুবিধা নিতে হলে যাত্রীদের অবশ্যই তালিকাভুক্ত দেশের মধ্যে একটি দেশে প্রবেশের জন্য বৈধ ভিসা থাকতে হবে এবং সেই ভিসা ব্যবহার করে পূর্বে অন্তত একবার ওই দেশে ভ্রমণ করতে হবে।

এই নতুন নীতির উদ্দেশ্য হল ভিসা প্রক্রিয়াকে আরো সুনির্দিষ্ট করা এবং নির্ভরযোগ্য যাত্রাপথের ভিত্তিতে আবেদনকারীদের যাচাই করা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে