ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

২ দেশ থেকে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

২০২৫ এপ্রিল ০৮ ১৭:১৫:৫৩
২ দেশ থেকে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

ডুয়া নিউজ : আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে দুটি কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ দুটি চালান আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১২০১ কোটি ৪১ লাখ ৪০ হাজার ৩২০ টাকা।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসারে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে ০১-০২ মে ২০২৫ মেয়াদে (১৭তম চালান) একটি এলএনজি কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

এ লক্ষ্যে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে একটি কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রতি এমএমবিটিইউ ১২.৩৮ মার্কিন ডলার দরে মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে খরচ হবে ৫৯৩ কোটি ৭৫ লাখ ২৭ হাজার ২৩২ টাকা।

বৈঠকে অপর এক প্রস্তাবের ভিত্তিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসারে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১০-১১ মে ২০২৫ সময়ের মধ্যে (১৮তম চালান) এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

যুক্তরাজ্যভিত্তিক মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন প্রদান করা হয়েছে। প্রতি এমএমবিটিইউ ১২.৬৭ মার্কিন ডলার হিসেবে মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে খরচ হবে ৬০৭ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৮৮ টাকা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে