ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গেট ভেঙে ভেতরে আন্দোলনকারীরা, আলোচনায় বসলো পিএসসি

২০২৫ এপ্রিল ০৮ ১৬:০৬:৩৮
গেট ভেঙে ভেতরে আন্দোলনকারীরা, আলোচনায় বসলো পিএসসি

ডুয়া ডেস্ক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আজ ৮ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১টার দিকে পিএসসি ভবনে এ সভা শুরু হয়।

এর আগে একই দিন সকাল ৮টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাকরিপ্রার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে গেট ভেঙে কমিশনের ভেতরে প্রবেশ করেন।

বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। তিনি বলেন, “যারা পড়াশোনা করছে তারা প্রস্তুত। তারা অনেক আগেই প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি তারা দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য বসে নেই। একই সিলেবাসের দুটি পরীক্ষা। এক সিলেবাস পড়েই দুটি পরীক্ষা দেওয়া সম্ভব। তাই পরীক্ষা পেছানোর দাবি যৌক্তিক নয়।”

এছাড়া ৪৪তম বিসিএসের ভাইভা বিষয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, “আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য গুরুত্ব সহকারে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে এবং ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।”

চাকরিপ্রার্থীরা বলেন, “৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২০২৪ সালের ২২ ডিসেম্বর শুরু হয়েছে। ৬ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যেভাবে পিএসসি এগোচ্ছে তাতে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ হতে আরও এক বছর সময় লাগবে। এর মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আসছে। যারা ৪৪তম বিসিএসের ভাইভায় অংশ নিচ্ছেন, তারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা দেবে কি না, সেটা বড় প্রশ্ন।”

তাদের দাবি, বাকি থাকা ভাইভা প্রার্থীদের জন্য পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করতে হবে এবং চলতি বছরের মে মাসের মধ্যে ভাইভা শেষ করা উচিত। তারা আরও বলেন, জুন মাসের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে।

এছাড়া তারা নন-ক্যাডার বিধি ২০২৩ বাতিলের দাবি জানান এবং ৪৪তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারের পদসংখ্যা বৃদ্ধি করে ভাইভায় উত্তীর্ণ সকলকে চাকরির ব্যবস্থা করারও দাবি করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে