ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার: সূচকের জয়ে শুরু, পতনে শেষ

২০২৫ এপ্রিল ০৮ ১৫:২০:০১
শেয়ারবাজার: সূচকের জয়ে শুরু, পতনে শেষ

ডুয়া ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৮ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুটা হয়েছিল ইতিবাচক ধারায়। দিনের বেশিরভাগ সময়ই প্রধান সূচক ছিলো ঊর্ধ্বমুখী। বিনিয়োগকারীদের মাঝে ফিরে আসে আস্থা, বাজারে ছিলো লেনদেনের চাঙ্গাভাব। তবে শেষ ঘণ্টায় হঠাৎ করেই বাজারে আসে ধস, সূচক নামতে শুরু করে। দিনের শেষ সময়ে এসে সেই পতনেই দিন শেষ করে শেয়ারবাজার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচকের পতন হয়েছে ১০ দশমিক ৮৭ পয়েন্ট। আগের কর্মদিবস সোমবার প্রধান সূচক কমেছিল ৮ দশমিক ৪৮ পয়েন্ট। তবে সূচক কমলেও লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৮৯ লাখ টাকার। আজ লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ৬১ লাখ টাকার।

আগের কর্মদিবসের মত আজও ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

আজ ডিএসইর প্রধান সূচক ১০ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৮৫ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৭ দশমিক ১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ দশমিক ৮৮ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ১৪ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ দশমিক ০৬ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল শূন্য দশমিক ৭৯ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে