ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

টিসিবি কার্ডধারীদের জন্য সুখবর

২০২৫ এপ্রিল ০৮ ১৫:১৭:১৯
টিসিবি কার্ডধারীদের জন্য সুখবর

ডুয়া ডেস্ক: সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর জন্য এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে। এই তেলের জন্য মোট খরচ হবে ১৮৭ কোটি ৩৯ লাখ টাকা।

মঙ্গলবার (৮ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনার ভিত্তিতে থাইল্যান্ডের লাইফ অ্যান্ড হেলথ করপোরেশন লিমিটেড থেকে টিসিবির জন্য ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এর জন্য খরচ হবে ১৮৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা এবং লিটার প্রতি মূল্য হবে ১.২৮ মার্কিন ডলার।

সয়াবিন তেল কেনার পর টিসিবি এটি ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রি করবে। এছাড়া বৈঠকে চাল, এলএনজি এবং মসুর ডাল আমদানির অনুমতিও দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: টিসিবি

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে