ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন তামিম

২০২৫ এপ্রিল ০৮ ১১:১৬:১০
সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন তামিম

ডুয়া ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার (৭ এপ্রিল) রাতেই তিনি দেশের বাইরে গেছেন।

গত ২৪ মার্চ বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নামেন তামিম। ম্যাচ চলাকালেই তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে বিকেএসপির পাশে কেপিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার হৃদপিণ্ডে রিং পরানো হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা নিয়ে গত ২৮ মার্চ বাসায় ফেরেন তিনি। সেই সময় তামিমের পরিবার জানিয়েছিল, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিসিবির চিকিৎসকরা বলেছিলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার সময় তামিম সবদিক থেকেই ভালো ছিলেন এবং চিকিৎসকদের পরামর্শে বাসায় ফেরেন। তবে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তার পরিবার।

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, তামিমকে সিঙ্গাপুরে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। যদিও তখন নির্দিষ্ট দিনক্ষণ নিশ্চিত করা হয়নি।

তামিম বর্তমানে সিঙ্গাপুরে থাকলেও তিনি কোন হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে