ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

‘আবাবিল পাখি ভীষণ প্রয়োজন’

২০২৫ এপ্রিল ০৮ ১০:৫৭:২১
‘আবাবিল পাখি ভীষণ প্রয়োজন’

ডুয়া ডেস্ক : গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের দীর্ঘদিনের বর্বরতার জন্য কাঁদছে গোটা বিশ্ব। নির্মম এই গণহত্যার প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মাঝেও জেগে উঠেছে ফিলিস্তিনের প্রতি গভীর সহানুভূতি ও সংহতি।

সামাজিকমাধ্যমেও ইসরায়েলের এই নৃশংসতার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তিনি নিজের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন।

এক পোস্টে তিনি লেখেন, ‘হে আল্লাহ, আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন। আবার আবাবিল পাখির ভীষণ প্রয়োজন, আল্লাহ আমাদের হেফাজত করুন।’

আরেকটি পোস্টে ওমর সানী লিখেছেন, ‘আল্লাহ, তুমি আমাকে যেমন করে প্যালেস্টাইনের ধ্বংস দেখিয়েছো, আমার নবীর কসম, আমি চাই ইসরায়েলের আরও ভয়াবহ ধ্বংস দেখতে।’

তার এই প্রতিবাদে সমর্থন জানাচ্ছেন অসংখ্য ভক্ত-অনুরাগী।

ওমর সানীর মতো আরও অনেক তারকাই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। সংহতি জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, জয়া আহসান, নির্মাতা আশফাক নিপুণ ও সংগীতশিল্পী আসিফ আকবরসহ অনেকে।

তারকাদের এমন অবস্থান সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ছে দ্রুত ও ফিলিস্তিনের প্রতি জনমত আরও জোরালো হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে