ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হজ-ওমরাহ মৌসুমে নিয়ম ভাঙলে ১ লাখ রিয়াল জরিমানা

২০২৫ এপ্রিল ০৮ ০৯:০৭:২৩
হজ-ওমরাহ মৌসুমে নিয়ম ভাঙলে ১ লাখ রিয়াল জরিমানা

ডুয়া ডেস্ক : সৌদি আরব হজ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোকে কঠোরভাবে সব নিয়ম-নীতি মেনে চলার নির্দেশ দিয়েছে। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি হজ ও ওমরা পালনকারীদের নির্ধারিত সময়ের বেশি সৌদি আরবে রাখে এবং তা যথাযথ কর্তৃপক্ষকে না জানায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের অনিয়মের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল, অর্থাৎ প্রায় ২৬ হাজার ৬০০ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। অবৈধভাবে অবস্থানকারীর সংখ্যা যত বাড়বে, জরিমানার অঙ্কও তত বাড়বে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের শেষ দিন ১৩ এপ্রিল এবং দেশ ত্যাগের শেষ সময় ২৯ এপ্রিল। এই সময়সীমার পর কেউ অবস্থান করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হজ মৌসুমকে কেন্দ্র করে শৃঙ্খলা বজায় রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি চাঁদ দেখার তথ্য অনুযায়ী, এ বছর হজ শুরু হবে ৬ জুন সন্ধ্যায় এবং শেষ হবে ১১ জুন সন্ধ্যায়।

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হজ, যা শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার পালন করা ফরজ।

সূত্র: সিয়াসাত

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে