ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ৪ রাজ্য

২০২৫ এপ্রিল ০৭ ২১:৪১:০২
বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ৪ রাজ্য

ডুয়া ডেস্ক : টানা বজ্রঝড় এবং ভারী বৃষ্টিপাতের ফলে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের চারটি রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে নতুন নতুন এলাকাও প্লাবিত হয়েছে, যা জনজীবনে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করেছে।

গত ৪ দিন ধরে ঝড় এবং ভারী বৃষ্টির ফলে কেন্টাকি রাজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অনেক বাড়িঘর এবং সড়ক তলিয়ে গেছে। ৫০০-এর বেশি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভারী বৃষ্টিপাত এবং বন্যার ফলে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এদিকে বন্যার পরিস্থিতি এখনও উন্নতি ঘটেনি আরকানসাসে। সেখানে বহু সড়ক এখনও পানির নিচে রয়েছে। ঝড় ও বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ইলিনয় রাজ্যও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি টেক্সাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত এবং টর্নেডোর কারণে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে