ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

আবেদ আলীর ১৩ ব্যাংক হিসাব, ফ্ল্যাট-বাড়িসহ জমি জব্দ

২০২৫ এপ্রিল ০৭ ২১:১১:০১
আবেদ আলীর ১৩ ব্যাংক হিসাব, ফ্ল্যাট-বাড়িসহ জমি জব্দ

ডুয়া নিউজ : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী অন্তত ৫০ কোটি টাকার সম্পদের মালিক বলে জানা গেছে। তার নামে থাকা ১টি গাড়ি, ১৩টি ব্যাংক হিসাব, রাজধানীর ২টি ফ্ল্যাট, একটি ছয়তলা বাড়ি এবং ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ব্যাংক হিসাব ও গাড়ির মোট অর্থমূল্য ৭৮ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা।

আজ সোমবার (৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের আল আমিন জব্দের আবেদনটি দাখিল করেন।

জানা গেছে, জব্দ করা ছয়তলা বাড়িটি মিরপুরের পীরের বাগ এলাকায় অবস্থিত। ১,১০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট রয়েছে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায়। এসব বাড়ি, ফ্ল্যাট এবং জমির বাজারমূল্য ধরা হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি বলেন, “দুদকের পক্ষ থেকে আবেদ আলী সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করা হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান আবেদনের পক্ষে শুনানি করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন।”

আবেদনে বলা হয়েছে, ‘আবেদ আলীর নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আসামি আবেদ আলীর নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনও পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে অর্জিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ বা ক্রোক করা আবশ্যক।’

এর আগে গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রশ্নফাঁস কেলেঙ্কারির ঘটনায় সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঘটনার পর তার সম্পৃক্ততা ও সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে