ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

প্রতিবেশী মুসলিম দেশগুলোকে হুমকি দিল ইরান

২০২৫ এপ্রিল ০৭ ২০:৩৭:৩৪
প্রতিবেশী মুসলিম দেশগুলোকে হুমকি দিল ইরান

ডুয়া ডেস্ক: ইরান তার প্রতিবেশী ছয়টি দেশকে সতর্ক করে দিয়েছে, যদি তারা আমেরিকার কোনও হামলায় সমর্থন দেয় বা তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয় তাহলে সেটিকে শত্রুতা হিসেবে বিবেচনা করা হবে। ইরান এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে। ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, তুরস্ক এবং বাহরাইনকে এই সতর্কতা পাঠানো হয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করলে সেটাও শত্রুতা হিসেবে গণ্য হবে। এই সতর্কতা এমন সময়ে এসেছে যখন আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা শুরু করার আহ্বান জানায় এবং আলোচনা না হলে সামরিক হামলার হুমকি দেয়।

ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অস্বীকৃতি জানালেও ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনায় আগ্রহী। তিনি আরও বলেন, এই ধরনের আলোচনা ইরান ও আমেরিকার মধ্যে রাজনৈতিক সমাধান পেতে সাহায্য করতে পারে, যদিও সেই পথে অনেক বাধা থাকতে পারে।

এদিকে ইরান-ইসরায়েল সম্পর্ক, গাজা, লেবানন, ইয়েমেন এবং সিরিয়ায় চলমান সামরিক উত্তেজনা অঞ্চলটি আরও অস্থির করে তুলেছে, যা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা এবং তেল সরবরাহের ওপর প্রভাব ফেলছে।

ইরানের সতর্কতার পর, ইরাক, কুয়েত, ইউএই, কাতার, বাহরাইন ও তুরস্কের সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনও কোনো সতর্কতা সম্পর্কে অবগত নয় কিন্তু অন্য চ্যানেলের মাধ্যমে এই ধরনের বার্তা পাঠানো হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে