ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

১৩ এপ্রিল পার্বত্য ৩ জেলায় বন্ধ থাকবে ব্যাংক

২০২৫ এপ্রিল ০৭ ২০:২৭:৩৩
১৩ এপ্রিল পার্বত্য ৩ জেলায় বন্ধ থাকবে ব্যাংক

ডুয়া নিউজ : আসন্ন চৈত্রসংক্রান্তি উপলক্ষে চৈত্র মাসের শেষ দিন, অর্থাৎ আগামী ১৩ এপ্রিল (রোববার) পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, ‘সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের আলোকে নির্বাহী আদেশে আগামী রোববার তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দিবসটি উপলক্ষে তিন পার্বত্য জেলায় (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) রোববার তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।’

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য জেলায় ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে