ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

‘আল্লাহ তুমি রক্ষাকর্তা’, ফিলিস্তিনিদের জন্য মুশফিক-রিয়াদ-জামালদের প্রার্থনা

২০২৫ এপ্রিল ০৭ ২০:০২:৫১
‘আল্লাহ তুমি রক্ষাকর্তা’, ফিলিস্তিনিদের জন্য মুশফিক-রিয়াদ-জামালদের প্রার্থনা

ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে এবং পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রকেট হামলার কারণে শিশু, নারীসহ অসংখ্য মানুষ নির্মমভাবে মৃত্যুবরণ করছে। এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশও এর বাইরে নয়। দেশের বিভিন্ন শহরে প্রতিবাদ, বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

ফিলিস্তিনিদের প্রতি সাহায্যের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা মাহমুদউল্লাহ, ক্রিকেটার মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ এবং আফিফ হোসেন। এছাড়া বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফেসবুকে প্রার্থনা করেছেন।

মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে লিখেছেন, “আল্লাহ, নির্যাতিতদের সাহায্য করুন। আল্লাহ, তুমি তাদের রক্ষাকর্তা। তাদের সাহায্যকারী ও শক্তিদাতা হিসেবে কাজ করো।”

মাহমুদউল্লাহ রিয়াদ গাজার বিধ্বস্ত একটি ছবি পোস্ট করে লিখেছেন, "হে আল্লাহ, দয়া করো, সাহায্য করো। হে রাহমানুর রাহিম, হে আল্লাহ, তুমি আমাদের রক্ষাকর্তা। দয়া করে তাদের রক্ষা করো ও বিজয়ী বানিয়ে দাও, আমিন। হে রব, এটা আর সহ্য করা যাচ্ছে না। তুমি আল-আহাদ, আস-সামাদ। হে আল্লাহ, তাদের প্রতি দয়া করো, রক্ষা করো।"

মেহেদী মিরাজ লিখেছেন, “গাজার আকাশ বারুদের গন্ধে ভারী। নিস্তব্ধ শিশুরা কাঁদছে নিঃশব্দে। প্রতিটি কান্না প্রতিধ্বনিত হচ্ছে আমাদের হৃদয়ে। আসুন, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলাই, নির্যাতিতদের পাশে দাঁড়াই, গাজার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, গাজাকে শান্তি ও নিরাপত্তা দিন।”

ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফিলিস্তিনের ফুটবলারদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, “তোমরা সবসময় আমাদের হৃদয় ও মনজুড়ে থাকবে। তোমাদের শুভদিনের জন্য প্রার্থনা।” এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী গাজাবাসীর জন্য প্রার্থনা করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে