ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর

২০২৫ এপ্রিল ০৭ ১৯:৩৫:৩২
নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর

ডুয়া ডেস্ক: বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মজুমদার জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে প্রায় ১ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই তহবিল থেকে শুধু স্টার্ট-আপ কোম্পানিগুলোকে মূলধন প্রদান করা হবে।

সোমবার রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চারদিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত ‘বাংলাদেশ স্টার্ট-আপ কানেক্ট ২০২৫’ শীর্ষক সেশনে এসব কথা বলেন তিনি।

‘এমপাওয়ারিং ইনোভেশন কানেক্টিং অপরচ্যুনিটি’ শিরোনামে অনুষ্ঠিত সেশনে বাংলাদেশের তরুণ জনগণের সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তানভীর আলী। তিনি বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে উদ্ভাবনী এবং স্টার্ট-আপ উদ্যোগের চাহিদা রয়েছে। তবে বাংলাদেশের এই খাতে প্রতিযোগী দেশগুলোর তুলনায় এখনও বিনিয়োগ কম।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বার্তা দেন লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা। এছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং আইসিটি খাতের প্রতিনিধিরা।

স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরী বলেন, "এটি আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ শক্তি। বাংলাদেশ স্টার্ট-আপ কানেক্ট ২০২৫ আমাদের যৌথ থিম উদ্ভাবন শক্তিশালী করা, সুযোগ সংযুক্ত করা’—এর সাহসী প্রতিফলন।" তিনি আরও বলেন, "আমরা এখানে শুধুমাত্র একটি ইভেন্টে অংশ নিতে আসিনি, বরং আমাদের স্টার্ট-আপ ইকোসিস্টেম এবং জাতীয় উন্নয়ন যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করছি। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চলেছে।"

শীষ হায়দার চৌধুরী আরও উল্লেখ করেন, "এক দশক আগে ১০০টিরও কম স্টার্ট-আপ ছিল, এখন ১,২০০টিরও বেশি স্টার্ট-আপের অগ্রগতি অসাধারণ।" তিনি বলেন, "এই স্টার্ট-আপগুলো শুধুমাত্র স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা এবং লজিস্টিকসের মতো খাতে বাস্তব সমস্যা সমাধান করছে না বরং তারা বাংলাদেশকে বৈশ্বিক উদ্ভাবন মানচিত্রে স্থান দিচ্ছে। প্রায় ১ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে, যার ৭৬ শতাংশ এসেছে ভেঞ্চার ক্যাপিটাল থেকে এবং ৩০০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীর আগ্রহ রয়েছে। আমাদের ইকোসিস্টেম এখন শুধু বৃদ্ধি পাচ্ছে না, এটি সমৃদ্ধও হচ্ছে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে