ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

আইপিও আইন সংশোধন বিষয়ে মতামত চেয়েছে বিএসইসি

২০২৫ এপ্রিল ০৭ ১৯:১৪:২২
আইপিও আইন সংশোধন বিষয়ে মতামত চেয়েছে বিএসইসি

ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সংশ্লিষ্ট আইনগুলোর খসড়া বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও অংশীজনদের কাছ থেকে মতামত আহ্বান করেছে।

সোমবার (৭ এপ্রিল) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টাস্কফোর্স ইতোমধ্যে আইপিও সংশ্লিষ্ট আইনের খসড়া সুপারিশ আকারে কমিশনে জমা দিয়েছে, যা বাজার সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংস্থাটি।

আগামী ১৫ এপ্রিলের মধ্যে মতামত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। এ উদ্দেশ্যে ই-মেইল ঠিকানা:???? [email protected]

বিএসইসি জানায়, এই উদ্যোগের মাধ্যমে শেয়ারবাজারের আইনি কাঠামো আরও কার্যকর ও শক্তিশালী হবে, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।

কমিশন আশাবাদী, সবার অংশগ্রহণে আইপিও নীতিমালার আধুনিকায়ন ও সংশ্লিষ্ট আইন সংস্কারের মাধ্যমে দেশের পুঁজিবাজারের কাঠামোগত উন্নয়ন সম্ভব হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে