ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্রে ভর্তির অফার ফিরিয়ে দিলেন ঢাবি শিক্ষক, জানালেন গণহত্যার প্রতিবাদ

২০২৫ এপ্রিল ০৭ ১৮:৫১:২৪
উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্রে ভর্তির অফার ফিরিয়ে দিলেন ঢাবি শিক্ষক, জানালেন গণহত্যার প্রতিবাদ

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিল করেছেন।

রোববার (৬ এপ্রিল) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের প্রভাষক কে এম তানভীর তার এ সিদ্ধান্তের কথা জানান। একইভাবে সোমবার (৭ এপ্রিল) ফেসবুক পোস্টের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী জাকির হোসেন তার একই সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।

তানভীর জানান, তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কানেকটিকাট থেকে ২০২৫ সালে পিএইচডি ভর্তির অফার পেয়েছিলেন। তবে গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে তিনি ওই অফার প্রত্যাখ্যান করেছেন এবং বিশ্ববিদ্যালয়কে ৪ এপ্রিল ফিরতি বার্তায় জানিয়ে দেন। তানভীরের মতে এই সিদ্ধান্ত তার ফিলিস্তিনের প্রতি সংহতি এবং ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদের প্রতিফলন।

অপরদিকে জাকির হোসেন যুক্তরাষ্ট্রের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি প্রোগ্রামে এমএস ভর্তি অফার পেয়েছিলেন। তবে তিনি একই কারণে সেই অফার প্রত্যাখ্যান করেছেন। জাকির ফেসবুকে তার পোস্টে লিখেন, "গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে এবং ব্যক্তিগতভাবে বিবেকের প্রশ্নে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।" তিনি আরও উল্লেখ করেন, তিনি ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করেছেন এবং তার দল ২০২২ সালে ইন্টার-ইউনিভার্সিটি সাইবার ড্রিল-এ দ্বিতীয় রানারআপ হয়েছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে