ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা, ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ

২০২৫ এপ্রিল ০৭ ১৮:২১:১৩
দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা, ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ

ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির আওতায় সারা দেশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে রাজধানী ঢাকার সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদী কর্মসূচি দেখা গেছে।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এদিন রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে বাটা সিগন্যালে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান তুলে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছেন। সড়কে যান চলাচলে সাময়িক কিছু বিঘ্ন হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। শিক্ষার্থীরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা একযোগে গাজার ওপর ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণকে মানবতার বিরুদ্ধে উল্লেখ করে দ্রুত বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে স্লোগান দেন।

এছাড়া বুয়েট, মোহাম্মদপুর, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেছেন। তারা গাজার অবরুদ্ধ মানুষদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিশ্ববাসীকে এই হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একইভাবে দেশের অন্যান্য স্থানে যেমন ঝালকাঠি, লক্ষ্মীপুর, যশোর, নরসিংদীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বব্যাপী ফিলিস্তিনের সমর্থনে সমবেত এই প্রতিবাদ কর্মসূচি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে সহায়তা করছে। ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির আওতায় সারা বিশ্বের সচেতন জনগণ একযোগে আন্দোলনে অংশ নিচ্ছেন, যার মাধ্যমে গাজার মানুষের প্রতি সমর্থন ও মানবিক সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে